Site icon janatar kalam

সকালের বজ্রপাতে মৃত্যু হয়েছে এক ব্যক্তির

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সকালের বজ্রপাতে মৃত্যু হয়েছে উদয়পুর রাজনগর এলাকার বাসিন্দা শ্যামল দেবনাথ এর। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। সংবাদে প্রকাশ , প্রতিদিনকার মত রবিবার সকালেও রাবার বাগানে কাজ করতে গিয়েছিল শ্যামল দেবনাথ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে বজ্রপাতের সময় সে মাটিতে লুটিয়ে পড়ে। পার্শ্ববর্তী দুজন লোক দেখতে পেয়ে সঙ্গে সঙ্গেই তাকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেছে।

পরবর্তী সময় পোস্টমেটামের পরেই তার মৃতদেহ পরিবার-পরিজনদের হাতে তুলে দিয়েছে। প্রসঙ্গত মৃত শ্যামল দেবনাথের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।  ছেলেটির বয়স আনুমানিক ১০-১২ বছর হবে মেয়েটি দ্বাদশ শ্রেণীতে পাঠরত। মর্মান্তিক ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে রাজনগর এলাকায়।

 

 

 

Exit mobile version