Site icon janatar kalam

সংস্কৃতি-পর্যটনের ডাবল ধামাকা: বিলোনিয়ায় আসছে ‘ইউনিটি প্রোমো ফেস্ট ২০২৫’

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-ত্রিপুরা রাজ্য সরকার পর্যটন খাতকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে একের পর এক উদ্যোগ নিচ্ছে। রাজ্যের সমৃদ্ধ ঐতিহ্য, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যকে দেশ-বিদেশের পর্যটকদের কাছে তুলে ধরতে এবার আয়োজিত হচ্ছে ‘ইউনিটি প্রোমো ফেস্ট ২০২৫’ – রাজ্যের সবচেয়ে বড় সাংস্কৃতিক ও পর্যটন উৎসব।

পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, গত কয়েক বছরের ‘ত্রিপুরা ট্যুরিজম প্রোমো ফেস্ট’ পর্যটকদের মনে গভীর ছাপ ফেলেছে। নতুন পর্যটনকেন্দ্রগুলোতে ভিড় বেড়েছে, স্থানীয়দের মধ্যে উৎসাহ জাগ্রত হয়েছে। এই সাফল্যের ধারাবাহিকতায় এবারের উৎসব রাজ্যের প্রতিটি কোণের মানুষকে এক ছাতার তলায় আনবে।

**প্রথমবার দক্ষিণ ত্রিপুরায়:**

এই উৎসব প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া শহরে। দু’দিনব্যাপী এই আয়োজন দক্ষিণাঞ্চলের পর্যটন সম্ভাবনাকে নতুন মাত্রা দেবে এবং সাংস্কৃতিক বিনিময়ের সেতুবন্ধন গড়ে তুলবে।

**প্রস্তুতিতে উচ্চপর্যায়ে বৈঠক:**

বৃহস্পতিবার বিলোনিয়া ডাক বাংলোয় অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে নেতৃত্ব দেন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী। উপস্থিত ছিলেন জেলা পরিষদ সভাধিপতি, বিধায়ক প্রমোদ রিয়াং, বিধায়ক সপনা মজুমদার, পর্যটন দপ্তরের সচিব ও পরিচালক, জেলা শাসকসহ বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তারা।

বৈঠকে লজিস্টিকস, নিরাপত্তা, বিভাগীয় সমন্বয় ও জনসম্পৃক্ততা নিয়ে বিশদ আলোচনা হয়। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়, সব দপ্তরের সুষ্ঠু সমন্বয়ে উৎসবকে স্মরণীয় করে তোলা হবে।

**মন্ত্রীর বার্তা:**

“ইউনিটি প্রোমো ফেস্ট শুধু পর্যটনের উৎসব নয়, এটি ত্রিপুরার ঐক্য ও বৈচিত্র্যের প্রতীক। রাজ্যের প্রতিটি নাগরিককে এর সঙ্গে যুক্ত করাই আমাদের লক্ষ্য,” বলেন মন্ত্রী চৌধুরী।

**ভবিষ্যতের স্বপ্ন:**

রাজ্য সরকার পর্যটন অবকাঠামোর আধুনিকীকরণ, ঐতিহ্যবাহী স্থাপত্য সংরক্ষণ ও স্থানীয় হস্তশিল্পের প্রচারে বিশেষ জোর দিচ্ছে। এসব উদ্যোগ সফল হলে ত্রিপুরা শিগগিরই উত্তর-পূর্ব ভারতের শীর্ষ পর্যটন গন্তব্যে পরিণত হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

Exit mobile version