জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পশ্চিমবঙ্গে উদ্ভূত পরিস্থিতির রিপোর্ট রাষ্ট্রীয় সভাপতির হাতে তুলে দিয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেবের নেতৃত্বে গঠিত চার সদস্যক কমিটি। শুক্রবার সামাজিক মাধ্যমে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক নৃশংসতা ও প্রশাসনিক সন্ত্রাসের বাস্তব চিত্র সম্বলিত দলিল ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডার হাতে তুলে দেওয়া হয়েছে।
রিপোর্টে প্রকাশ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্র ও রাজ্যের মানুষের রক্ষায় যে শপথ নিয়েছিলেন তা সরকারি তন্ত্রকে কাজে লাগিয়ে সংবিধান ও গণতন্ত্রকে হত্যা করে রাজনৈতিক প্রতিহিংসার এক কালো অধ্যায় রচনা করেছেন l তাছাড়া শাসক দল তৃনমূল আশ্রিত সমাজদ্রোহীরা বিরোধী দলের কর্মী ও ভোটারদের উপর অকথ্য নির্যাতন চালিয়েছেন। তৃনমূলের আশ্রিত গুন্ডাদের দ্বারা প্রকাশ্য ভীতি প্রদর্শন, হুমকি, সহিংসতা এবং আক্রমণ বাংলায় নির্বাচনের একটি অত্যন্ত লজ্জাজনক বলেও প্রস্তাবিত রিপোর্টে প্রকাশ পেয়েছে।