Site icon janatar kalam

সংবাদ মাধ্যমের সমস্যা গুলি নিরসনে সরকার সর্বদা সচেষ্ট রয়েছে : মন্ত্রী টিংকু রায়

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দেশের সংবিধান সংবাদ সাংবাধিকদের বাক স্বাধীনতা দিয়েছে। আধুনিকতার যুগে বর্তমানে যে কোন ঘটনা ঘটলে মানুষ সাথে সাথে জানতে পারছে। সংবাদ পরিবেশনের উপর অনেক কিছু নির্ভর করে। তাই সত্য সংবাদ পরিবেশন করা অত্যন্ত জরুরী.জাতীয় প্রেস দিবসে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠানে একথা বলেন মন্ত্রী টিঙ্কু রায়।

১৬ নভেম্বর জাতীয় প্রেস দিবস সমগ্র দেশের সাথে রাজ্যেও পালন করা হয় জাতীয় প্রেস দিবস। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে দিনটি উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, উচ্চ আদালতের বিচারপতি অরিন্দম লোধ, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব পিকে চক্রবর্তী, অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ অন্যান্যরা।

অনুষ্ঠানের সুচনা করেন মন্ত্রী টিঙ্কু রায়। পরে তিনি অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে বলেন দেশের সংবিধান সংবাদ সাংবাধিকদের বাক স্বাধীনতা দিয়েছে। আধুনিকতার যুগে বর্তমানে যে কোন ঘটনা ঘটলে মানুষ সাথে সাথে জানতে পারছে। সংবাদ পরিবেশনের উপর অনেক কিছু নির্ভর করে। তাই সত্য সংবাদ পরিবেশন করা অত্যন্ত জরুরী বলে অভিমত ব্যক্ত করেন মন্ত্রী টিঙ্কু রায়।

মন্ত্রী আরও বলেন, তথ্য ও সংস্কৃতি দপ্তর রাজ্যের সংবাদ মাধ্যম গুলিকে নিয়ে কাজ করছে। সাংবাদিকদের পেনশন ১ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ১০ হাজার টাকা করা হয়েছে। যদিও খুব কম সংখ্যক সাংবাদিক বর্তমানে ১০ হাজার টাকা করে পেনশন পাচ্ছে। বর্তমানে রাজ্যের ৫ জন সাংবাদিক ১০ হাজার টাকা করে পেনশন পাচ্ছে। কেন এই সংখ্যাটি কম তা খতিয়ে দেখার জন্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিবের প্রতি আহ্বান জানান।

 

 

Exit mobile version