জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণের প্রতিবাদ জানিয়ে ২৬ সেপ্টেম্বর পথে নামবে তিপ্রা মথা। দক্ষিণ জেলায় বিক্ষোভ প্রতিবাদ মিছিল করে তারা। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা নিয়ে অবশেষে মুখ খুললেন তিপ্রা মথার প্রধান প্রদ্যোত কিশোর দেববর্মণ। সোমবার তিনি সাংবাদিক সম্মেলন করেন রাজবাড়িতে। তিপ্রা মথার প্রধান নিন্দা জানান বাংলাদেশে বিভিন্ন সম্প্রদায়ের সংখ্যালঘু লোকজনের উপরে হামলার ঘটনার।
তিনি জানান এর প্রতিবাদ জানিয়ে ২৬ সেপ্টেম্বর প্রতিবাদ মিছিল করা হবে। বাংলাদেশে যে ঘটনা ঘটছে তা অপ্রত্যাশিত। তিনি বলেন, এই অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ না তুললে সেটা চলতে থাকবে। এর আগেও এমন ঘটনা হয়েছে বাংলাদেশে। প্রদ্যোতের প্রশ্ন এ ধরণের ঘটনা কতদিন চলতে থাকবে? তিনি বলেন বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে আক্রমণের ঘটনা বন্ধ নাহলে এই বিষয়টি ভারত সরকারের তরফে রাষ্ট্রসংঘে তোলা প্রয়োজন।
বাংলাদেশের উপরে চাপ সৃষ্টি করা। এদিকে সম্প্রতি এডিসিতে ১১০ টি পদে নিয়োগের জন্য পরীক্ষা নেওয়ার পর তালিকা প্রকাশের পর যে অভিযোগ উঠেছে তা নিয়ে প্রদ্যোত কিশোর দেববর্মণ বলেন তিনি নিজেও সন্তুষ্ট নন। তিনি এদিন জানান আগামী দিনে এ ডি সি লোক নিয়োগে কোন পরীক্ষা নেবে না। রাজ্য সরকার কিংবা কোন প্রতিষ্ঠানের মাধ্যমে নেওয়া হবে। তিপ্রা মথার প্রধান এই পরীক্ষা নতুন ভাবে নেওয়ার দাবি জানিয়েছেন। এদিকে দিল্লিতে কেন্দ্র- রাজ্য সরকারের সঙ্গে তিপ্রা মথার বৈঠকের বিষয়ও সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন তিনি।
তিনি বলেন,কেন্দ্র সরকার, রাজ্য সরকার ও তিপ্রা মথার মধ্যে স্বাক্ষরিত ত্রিপাক্ষিক চুক্তির যৌথ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ওই বৈঠকে সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তিপ্রাসা জনগণের সমস্যার সমাধান করার জন্য প্রতি দুই মাস অন্তর বৈঠকের আয়োজন করা হবে। আগামী বৈঠক নভেম্বরে হবে। ওই বৈঠকে ১০৩২৩ চাকুরী নিয়ে, এনএলএফটি ও এটিটিএফ – এর সঙ্গে ত্রিপাক্ষিক চুক্তি এবং বাংলাদেশের পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে।