Site icon janatar kalam

শ্রম কোড বাতিল-সহ ৯ দফা দাবিতে অসংগঠিত শ্রমিক কংগ্রেসের বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় কৃষক-শ্রমিকদের ন্যায্য দাবিতে সরব হল ত্রিপুরা প্রদেশ অসংগঠিত শ্রমিক কংগ্রেস। শ্রম কোড বাতিল থেকে শুরু করে কৃষকদের মৌলিক অধিকার রক্ষার বিভিন্ন ইস্যুতে মঙ্গলবার রাজধানীতে বিক্ষোভ মিছিল সংগঠিত করে সংগঠনটি। পরে শ্রম দপ্তরের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ৯ দফা দাবিপত্র জমা দেয় নেতারা।

মঙ্গলবার দুপুরে কংগ্রেস ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শ্রম দপ্তরের কার্যালয়ের সামনে পৌঁছায়। সেখানে শ্রম আধিকারিকের সঙ্গে বৈঠক করে সংগঠনের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান করেন।

অসংগঠিত শ্রমিক কংগ্রেসের নেতৃত্বের অভিযোগ, দীর্ঘদিন ধরেই কৃষকরা নানা সমস্যায় জর্জরিত হলেও রাজ্য ও কেন্দ্রীয় সরকারের নীতিগত ব্যর্থতার ফলে সংকট আরও ঘনীভূত হচ্ছে। সার-বীজের সংকট, ন্যায্যমূল্যের অভাব, সীমান্ত এলাকায় নিরাপত্তাহীনতা—এসবের জেরে কৃষকদের ক্ষতি বাড়ছে বলে দাবি করেন তারা।

এক নেতা সাংবাদিকদের জানান, “বর্তমান সরকারের জনবিরোধী সিদ্ধান্তের কারণে কৃষক-শ্রমিকরা দুর্ভোগে পড়েছেন। কৃষিক্ষেত্রে নৈরাজ্য তৈরি হয়েছে। ন্যায্য দাম নেই, সীমান্ত এলাকায় ফসল নষ্ট হচ্ছে। দ্রুত সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো।”

 

ডেপুটেশনে যেসব মূল দাবি তুলে ধরা হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য—

 

অবিলম্বে কালা শ্রম কোড বাতিল

 

কৃষকদের রেগার মজুরি বৃদ্ধি

 

ভারত–বাংলাদেশ সীমান্ত এলাকার গেট খোলার সময়সীমা বৃদ্ধি

 

সময়মতো সার ও বীজ সরবরাহ

 

সীমান্ত এলাকায় ফ্লাডলাইটের কারণে কৃষিজমির ক্ষয়ক্ষতির নিরপেক্ষ তদন্ত

 

ক্ষতির পরিমাণ অনুযায়ী উপযুক্ত ভর্তুকি প্রদান

 

সংগঠনের দাবি, কৃষকের স্বার্থ রক্ষায় দ্রুত পদক্ষেপ না নিলে আরও বড় আন্দোলনের পথে নামা ছাড়া উপায় থাকবে না।

Exit mobile version