জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কেন্দ্রীয় সরকার পরিবহন ক্ষেত্রে শ্রমিকদের বিরুদ্ধে সর্বনাশা নতুন আইন প্রণয়ন করেছে । তার প্রতিবাদে গর্জে উঠেছে সিআইটিইউ ত্রিপুরা রাজ্য কমিটি । কেন্দ্রীয় সরকারের এই সর্বনাশা নীতির বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভে শামিল হয়ে সি আই টি ইউ শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ওরিয়েন্ট চৌমুহনীতে এসে এক বিক্ষোভ সভায় মিলিত হয় ।এখানে বক্তব্য রাখেন সিআইডিইউ নেতা মানিক দে । শ্রী দে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন আইন প্রণয়নের তীব্র সমালোচনা করেন । বলেন ব্রিটিশ আমলের আইনকে পরিবর্তন করে কেন্দ্রীয় সরকার নতুন যে আইন প্রণয়ন করেছেন সেখানে সম্পূর্ণ শ্রমিক বিরোধী আইন প্রণয়ন করা হবে । বর্তমান সরকার এখন যে আইন করেছেন সেটা অত্যন্ত বিপদজনক এবং দানবীয় । যেখানে সাধারণ শ্রমিকদের ১০ বছরের জেল এর সংস্থান রাখা হয়েছে । দেখা যাবে শ্রমিকরা সাধারণ অপরাধ করলেও বছরের পর বছর জেলের গ্লানি টানতে হবে । এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে সারা ভারত শ্রমিক সংগঠন গুলি একজোট হয়ে আন্দোলনের শামিল হওয়ার পরিকল্পনা করছে । যাতে করে কেন্দ্রীয় সরকার এই আইন প্রণয়ন থেকে পিছু হটে আসে ।