জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর আত্মবলিদান দিবস থেকে ৬ জুলাই জন্মদিন পর্যন্ত পক্ষকাল ব্যাপী রাজ্যজুড়ে বিভিন্ন কর্মসূচী নিয়েছে ভারতীয় জনতা পার্টি। বিভিন্ন জায়গায় হচ্ছে আলোচনা সভা, কোথাও হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচী। শুক্রবার ভারতীয় জনতা পার্টির সদর শহর জেলা কমিটির তরফে হয় আলোচনা সভা।
ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিন সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য বলেন, ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী দেশের জন্য কি কি কাজ করেছেন তা বিজেপির প্রত্যেক কার্যকর্তা যাতে জানতে পারেন সেজন্য এই কর্মসূচী।
দুয়েক দিনের মধ্যে মণ্ডল ভিত্তিক আলোচনা সভা হবে শ্যামাপ্রসাদ মুখার্জীর জীবনী নিয়ে। তিনি জানান পক্ষকালব্যাপী কর্মসূচীর মধ্যে উনার জন্মদিন উপলক্ষে বিভিন্ন হাসপাতালে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হবে। এদিনের আলোচনা সভায় সদর শহর জেলা কমিটির নেতৃত্ব, মণ্ডলের অফিস বিয়ারার, পুর নিগমের কর্পোরেটররা অংশ নেন।