জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শ্বশুর বাড়িতে গিয়ে শাশুড়ি ও শ্বশুরকে প্রাণঘাতি হামলা করার অভিযোগ উঠল জামাতার বিরুদ্ধে । এলাকাবাসীর মারধরে আহত অভিযুক্ত যুবক। ঘটনাটি ঘটে আমতলী থানাধিন বিবেকনগর এলাকায়। জানা গেছে প্রায় আড়াই বছর আগে প্রথমে ভালোবাসা ও পরে সামাজিক ভাবে বিয়ে করে বাপন সাহা নামে এক যুবক বিবেকনগর এলাকার এক যুবতীকে।
অভিযোগ বিভিন্ন সময়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় লিপ্ত হতো স্বামী বাপন। সম্প্রতি এক সন্তানের জন্ম দিয়েছে তাঁর স্ত্রী। কিন্তু এর পরেও স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করে সে। বর্তমানে স্ত্রী সন্তান নিয়ে বাপের বাড়িতে আছেন।
অভিযোগ রবিবার বাপন ছুরি নিয়ে হামলা শ্বশুর বাড়িতে যায়। আচমকা শাশুড়ি ও শ্বশুরকে আক্রমণ করে। তাঁর স্ত্রীর চিৎকারে এলাকাবাসী ছুটে এসে অভিযুক্তকে উত্তম মধ্যম দিয়ে পুলিসে তুলে দেয়। অন্যদিকে আহত শ্বশুর শাশুড়িকে জিবিতে নিয়ে আসা হয়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।