Site icon janatar kalam

শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে গণনা কেন্দ্র পরিদর্শনে গেলেন পর্যবেক্ষক এবং রিটার্নিং অফিসার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভোট গণনার চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন। মঙ্গলবার সকাল ৮ টা থেকে সারা দেশের সঙ্গে রাজ্যের দুটি লোকসভা কেন্দ্র ও রামনগর বিধানসভা কেন্দ্রের উপ- নির্বাচনের ভোট গণনা হবে। রাজধানীর উমাকান্ত একাডেমীতে গণনা হবে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের ১৪ টি বিধানসভার।

সমস্ত প্রস্তুতি সেরে নেওয়া হয়েছে। এর পরে গণনার আগের দিন সোমবার প্রস্তুতি খতিয়ে দেখতেরাজধানীর উমাকান্ত একাডেমী গণনা কেন্দ্র পরিদর্শন করেন নির্বাচনী পর্যবেক্ষক বিবেক ভিমনওয়ার এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার তথা পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডঃ বিশাল কুমার।

পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা জানায়, প্রস্তুতি চূড়ান্ত। ভোট গণনাকে নির্বিঘ্নে সম্পন্ন করতে ত্রি-স্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। গণনা কেন্দ্রের ১০০ মিটারের ভেতরে কোন যানবাহন এবং জনগণকে ঢুকতে দেওয়া হবে না। তবে যাদের বৈধ অনুমতি পত্র রয়েছে তারাই ঢুকতে পারবেন। ভোট গণনা কেন্দ্রের ভিতরের নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে থাকবে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী।

বাইরের নিরাপত্তা সামলাবে রাজ্য পুলিশ ও টি এস আর। লোকসভা ছাড়াও রামনগর বিধানসভার উপনির্বাচনের গণনা সমান্তরালভাবে চলবে। গণনা কাজে প্রায় ১২০০-র মতো কর্মী থাকবেন। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের কাউন্টিং এজেন্টও থাকবে প্রায় ১২০০। একথা জানান রিটার্নিং অফিসার ডঃ বিশাল কুমার।

 

 

Exit mobile version