জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শুধু দেশেই নয় ত্রিপুরার আনারস বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। চাহিদাও বাড়ছে ত্রিপুরার আনারসের। গত সাত বছরে রাজ্য থেকে দুবাই, ওমান এবং কাতারে ৭৩.১৫ মেট্রিক টন আনারস রপ্তানি হয়েছে। কুমারঘাটে আনারস উৎসবে যোগ দিয়ে জানালেন রাজ্যের কৃষি মন্ত্রী রতনলাল নাথ। শনিবার কুমারঘাটের গীতাঞ্জলী অডিটোরিয়ামে রাজ্য উদ্যান
ও মৃত্তিকা সংরক্ষণ দপ্তরের উদ্যোগে আনারস উৎসবের আয়োজন করা হয়। আনারস নিয়ে গর্ব রয়েছে রাজ্যের। আনারস চাষিদের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে গত সাত বছরে। এদিনের আনারস উৎসবের সহযোগিতায় ছিল ইয়ং ডার্লং এসোসিয়েশন। এই উৎসবকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। মন্ত্রীর সঙ্গ পেয়ে আনারস চাষিরা আপ্লুত হয়ে পরেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য মন্ত্রী সুধাংশু দাস ও বিধায়ক ভগবান দাস।