Site icon janatar kalam

শিশুরা সুস্থ থাকলে তাদের শিক্ষায় শিক্ষিত করে তোলা সম্ভব : মেয়র 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-আয়ুষ্মান ভারত অন্তর্গত, পশ্চিম ত্রিপুরার জেলা শিক্ষা অফিসের উদ্যোগে শনিবার এক-দিনের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয় আগরতলা টাউন হলে। সারা রাজ্যের এস বি, হাই এবং এইচ.এস. সরকারী এবং সরকারী সাহায্যপ্রাপ্ত প্রায় ৩২০ স্কুল নিয়ে হয় এই ওয়ার্কশপ। এই এক দিনের ওরিয়েন্টেশন প্রোগ্রামে বক্তব্যে রাখতে গিয়ে আগরতলা পুর নিগমের মেয়র দিপক মজুমদার জানান রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার শিক্ষা ক্ষেত্রে শিশুদের শারিরিক, মানসিক উভয় দিকের প্রতি যথেষ্ট গুরুত্ব প্রদান করেছে। তিনি বলেন এর উদ্দেশ্য হল শিশুরা সুস্থ থাকলে তবেই তাদের শিক্ষায় শিক্ষিত করে তোলা যাবে। সুস্থ থাকলেই শিক্ষা গ্রহণ করা যাবে। সুস্থ থাকলে সকল ধরনের শিক্ষা গ্রহণ করা যেতে পারে। সুন্দর ভাবে চলাফেরা করার ক্ষেত্রে, আনন্দ উপভোগ করার ক্ষেত্রে, ব্যক্তিগত প্রাথমিক কাজ গুলি তখনই সম্ভব হয় যখন মন এবং দেহ সুস্থ থাকে। এদিন মেয়র বলেন শিশুদের বাড়ি থেকেই শিক্ষা শুরু হয়। সে ক্ষেত্রে তার পিতা মাতারাই তার শিক্ষক। বিদ্যালয়ে আসার আগেই পরিবেশ ভাল রাখার উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন বাড়িতে পরিবেশ যদি সুস্থ, সুন্দর ও নির্মল থাকে তবেই একটি শিশু বাড়ি থেকেই সুস্থ সুন্দর ভাবে গড়ে উঠতে পারে। আর বিদ্যালয়ে আসার পর সেই সুস্থ শিশুকে শিক্ষা দান করে শিক্ষক শিক্ষিকারা। সেই উদ্দেশ্যেই শিক্ষা দফতর, স্বাস্থ্য দফতর যৌথ ভাবে কর্মসূচি গ্রহণ করেছে যাতে শিশুদের সুস্থ রেখে শিক্ষা দান করা যায়। এক্ষেত্রে তিনি বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকাদের এই পেশাকে গৌরবময় পেশা হিসেবে বর্ণনা করে বলেন তাদের উপরই বর্তমান এবং ভবিষ্যতের শিশুদের তৈরি করার গুরু দায়িত্ব রয়েছে। যাতে ভবিষ্যতে তারা একটি পূর্ণাঙ্গ মানুষ হয়ে পরিবারের জন্য ,সমাজের জন্য, এবং সর্বোপরি রাষ্ট্রের জন্য কাজ করবে। এই কর্মসূচিতে এদিন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন ন্যাশনাল হেলথ মিশনের অধিকর্তা , উচ্চ শিক্ষা অধিকর্তা সহ অন্যান্যরা।

 

 

Exit mobile version