জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শিশুদের মূল্যবোধের শিক্ষা দিতে হবে। মা-বাবাদের তাদের সন্তানদের জন্য সময় দিতে হবে এবং শিশুদের মধ্যে ভাল অভ্যাস গড়ে তুলতে হবে। আজ সন্ধ্যায় জগন্নাথ জিও মন্দিরে ৫ দিনব্যাপী ধর্ম সম্মেলনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেডিড নান্নু একথা বলেন।
শ্রী জগন্নাথ জিও মন্দির এবং শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ এই ধর্ম সম্মেলনের উদ্যোক্তা। প্রসঙ্গক্রমে রাজ্যপাল বলেন, মোবাইল, টেলিভিশনে উপযুক্ত ব্যবহার বিষয়ে শিশুদের শিক্ষা দিতে হবে।
এই অনুষ্ঠানে প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, সারা ভারত শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের সভাপতি আচার্যকুলম স্বামী ভক্তিবিচার বিষ্ণু মহারাজ উপস্থিত ছিলেন। রাজভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে।