জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পরীক্ষা নিয়ে চিন্তামুক্ত থাকার উপায় বোঝাতে আগরতলায় এসসিইআরটি’তে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠান মালার। অনুষ্ঠানটি মূলত শিশু অধিকার সুরক্ষা পর্ষদের রাজ্য এবং জাতীয় শাখার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়। সেখানে বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং পড়ুয়ারা উপস্থিত ছিল।
এ নিয়ে রাজ্য শিশু অধিকার সুরক্ষা পর্ষদের চেয়ারপার্সন জানান ,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ছাত্রছাত্রীদের পরীক্ষার সময় চিন্তামুক্ত রাখার জন্য প্রতিবছর এই অনুষ্ঠান করে ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মনোবিদ্যা বিভাগের প্রধান অধ্যাপিকা অঞ্জনা ভট্টাচার্য ,শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান জয়ন্তী দেববর্মা , কমিশনের মেম্বার শর্মিলা চৌধুরী, চামিলী সাহা, মনিষা সাহা, বীনা রানী দেববর্মা প্রমূখ রিসোর্সপার্সনরা উপস্থিত ছিলেন।