Site icon janatar kalam

শিল্পই জিএসডিপি ও কর্মসংস্থানের মূল চালিকা শক্তি: মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-ত্রিপুরা ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের আয়োজিত রক্তদান শিবিরে বক্তব্য রাখেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেন, “যে কোনো দেশ বা রাজ্যের অর্থনীতি শিল্পের ওপর অনেকটা নির্ভরশীল। সরকারি চাকরিতে সবাইকে নিয়োগ দেওয়া সম্ভব নয়। শিল্প ও কারখানা কর্মসংস্থান সৃষ্টি করে এবং জিএসডিপি বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখে।”

মঙ্গলবার বোধজনং নগর গ্রোথ সেন্টারে আয়োজিত শিবিরে উপস্থিত ছিলেন ত্রিপুরা ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা এবং টিআইডিসির চেয়ারম্যান নবাদল বনিক। অনুষ্ঠানে মন্ত্রী শিল্পের গুরুত্বের পাশাপাশি রক্তদানের প্রয়োজনীয়তা ও স্বাস্থ্যসুরক্ষায় এর অবদান নিয়েও আলোচনা করেন।

Exit mobile version