জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চুরাইবাড়িতে শিলচর–আগরতলা গামী একটি স্পেশাল ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত পরিচিত যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর সাড়ে বারোটা নাগাদ শিলচর–আগরতলা গামী স্পেশাল ট্রেনটি চুরাইবাড়ি রেলওয়ে স্টেশন ছেড়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে, আউট সিগন্যাল সংলগ্ন বুদ্ধ পাড়া এলাকায় ট্রেনটি পৌঁছালে রেল লাইনের উপর দিয়ে এক ব্যক্তি হেঁটে যাচ্ছিলেন। চালক একাধিকবার লম্বা হর্ন বাজালেও ওই ব্যক্তি ট্র্যাক থেকে সরে দাঁড়াননি।
এরপর দ্রুত গতির ট্রেনটির ধাক্কায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই ব্যক্তি এবং সঙ্গে সঙ্গেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনায় মৃত যুবকের পা দু’টুকরো হয়ে যায়, মাথা ফেটে যায় এবং দেহের বিভিন্ন অংশ মারাত্মকভাবে থেতলে যায় বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং বিষয়টি চুরাইবাড়ি রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষকে জানানো হয়। খবর পেয়ে আরপিএফ ঘটনাস্থলে পৌঁছে ধর্মনগর রেল পুলিশকে অবহিত করে। পরে স্থানীয় পুলিশের সহযোগিতায় রেল পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ধর্মনগর নিয়ে যায়।
খবর লেখা পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয়দের অনুমান, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হতে পারেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।

