জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
শিবরাত্রি হল হিন্দু ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি, যা প্রতি বছর একবার আসে এবং সাধারণত ফেব্রুয়ারি অথবা মার্চ মাসে অনুষ্ঠিত হয়। এই দিনটি শিবের উপাসনা এবং ধ্যানের জন্য বিশেষভাবে পবিত্র। শিবরাত্রি শব্দটি দুটি শব্দ থেকে এসেছে: “শিব” এবং “রাত্রি” (রাত্রি মানে রাত), যার অর্থ হল শিবের রাত্রি বা শিবের রাত্রির দিন।
এদিন, শিবভক্তরা সারা রাত উপবাস রেখে এবং নানা রকম পূজা ও সাধনা করে শিবের মঙ্গল কামনায় তাঁর আশীর্বাদ লাভের চেষ্টা করেন। সেদিকে লক্ষ্য রেখেই
মহা শিবরাত্রি উপলক্ষে বটতলা শিব মন্দির সহ শহরের বিভিন্ন মন্দিরগুলোতে ভক্তরা পূজা অর্চনায় ব্রতী হতে লক্ষ্য করা গিয়েছে। পাশাপাশি এদিন মন্দির গুলোতে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে। এবছর তিথি অনুযায়ী চতুদর্শী পড়েছে ২৬ ফেব্রুয়ারি। আজ সকাল ৯টা ৪১ মিনিট ৮ সেকেন্ডে শুরু হয়েছে। শেষ হবে ২৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল ৮টা ২৯ মিনিট ৩১সেকেন্ডে। তিথি শুরু হতেই শিব মন্দির গুলিতে এয়োতিদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গিয়েছে।