Site icon janatar kalam

শিক্ষক সংকট ও বদলির প্রতিবাদে রামরাইবাড়ি উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পথ অবরোধ

জনতার কলম আগরতলা প্রতিনিধি:- রামরাইবাড়ি উচ্চ বিদ্যালয়ের দীর্ঘদিনের শিক্ষক সংকট এবং সম্প্রতি দুই শিক্ষকের বদলির প্রতিবাদে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের সামনে রাস্তা অবরোধ করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতার কারণে দীর্ঘদিন ধরে পাঠদান ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতিতে আরও দুই শিক্ষকের হঠাৎ বদলির খবর পেয়ে ক্ষুব্ধ হয়ে পড়েছেন শিক্ষার্থীরা। রামরাইবাড়ি উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা একত্রিত হয়ে বিক্ষোভ শুরু করেছে এবং চলাচলের জন্য গুরুত্বপূর্ণ পথ বন্ধ করে দিয়েছে।

বিদ্যালয় ও স্থানীয় অভিভাবকরা আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়ে সমস্যার স্থায়ী সমাধান করবে।

 

Exit mobile version