Site icon janatar kalam

শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগে আসন্ন শারদীয়া দুর্গা উৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মাঝে আর মাত্র দুদিন বাদেই রাজ্যের মানুষ মেতে উঠবেন শারদীয়া উৎসবের আনন্দে। আর এই উৎসবে যাতে সমাজের সব অংশের মানুষ সামিল হতে পারে তার জন্য দিকে দিকে চলছে এখন দুঃস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ কর্মসূচি। সমাজের বিভিন্ন পেশার ব্যক্তিরা এগিয়ে আসছে এই কর্মসূচিতে। এতে পিছিয়ে নিয়ে শিক্ষক শিক্ষিকারাও। নিজেদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়িত্ব হিসেবে শারদীয়া উৎসব উপলক্ষে এবার বস্ত্র বিতরণে এগিয়ে এলেন রাজধানী আগরতলার বোধজং উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা। নিজেদের মাসিক পারিশ্রমিক থেকে কিছুটা অর্থ সংগ্রহ করে স্কুলের শিক্ষক শিক্ষিকারা বেশ কিছু সংখ্যক দুস্থ মহিলাদের হাতে তুলে দিলেন পুজোর উপহারস্বরূপ নতুন বস্ত্র। মঙ্গলবার স্কুলেই আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দুস্থদের হাতে তুলে দেওয়া হয় নতুন কাপড়। আর এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট সমাজসেবী তথা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। এছাড়াও ছিলেন স্থানীয় কর্পোরেটর হিমানি দেববর্মা সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা। উৎসবের প্রাকমুহুর্তে এধরনের কর্মসূচি আয়োজন করায় স্কুলের শিক্ষক শিক্ষিকাদের অভিনন্দন জানিয়ে এদিন রাজীব ভট্টাচার্য বলেন, সমাজকে পরিবর্তন করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সরকার সব অংশের মানুষকে এগিয়ে আসার যে আহ্বান রেখেছে তাতে প্রত্যেকেই এগিয়ে আসছে। সমাজের প্রতি দায়বদ্ধতা নিয়ে শিক্ষকরা যেভাবে এগিয়ে এসেছে তা দৃষ্টান্ত স্বরূপ। আগামী দিনেও এই সমাজের ও রাষ্ট্রের জন্য শিক্ষক-শিক্ষিকারা আরও বেশি করে কাজ করবে বলে প্রত্যাশা করেন তিনি।

 

 

 

Exit mobile version