জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শিক্ষক দিবসে বিভিন্ন কর্মসূচী মেধা অন্বেষার। বৃহস্পতিবার সংস্থার তরফে রাজধানীর বাণী বিদ্যাপীঠ বালিকা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে হয় বৃক্ষরোপণ কর্মসূচী। এদিন স্কুল চত্বরে হয় পরিবেশ রক্ষার বার্তায় বৃক্ষরোপণ কর্মসূচী। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত পড়ুয়াদের মধ্যে বিলি করা হয় বই-খাতা। এছাড়াও ছাত্র-ছাত্রীদের জন্য মিড ডে মিল খাওয়ানোর ব্যবস্থা করা হয়। মেধা অন্বেষার এধরণের পদক্ষেপ সত্যি প্রশসংনীয়।