Site icon janatar kalam

শাসক দলকে পরাস্ত করতেই কংগ্রেসের লড়াই : আশীষ 

 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শাসক দলকে পরাস্ত করাই হল কংগ্রেসের মূল লড়াই। শাসক দলকে কি করে পরাস্ত করা যায় এই বিষয়গুলি নিয়েই সাংগঠনিক স্তরে জোর চর্চা করছে কংগ্রেস দল। রবিবার কংগ্রেস ভবনে আয়োজন করা হয়েছে প্রদেশ কংগ্রেস এসি ডিপার্টমেন্টের সাংগঠনিক সভা। সভায় বক্তব্য রাখতে গিয়ে, প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ সাহা এই মন্তব্য করে আরো বলেন, আগামী দিনে রাজ্য কংগ্রেসের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে যা যা করণীয় তার সবটুকু করতে প্রস্তুত রয়েছে প্রদেশ কংগ্রেস কমিটি। আগামী লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের সবকটি অঙ্গসংগঠনকে ঢেলে সাজাবে প্রদেশ কংগ্রেস কমিটি।

 

 

শ্রী সাহা এদিন কংগ্রেস তপশালীজাতি বিভাগের প্রধান ৭টি দাবীসনদও তুলে ধরেন।

 

 

 

দাবী সনদ গুলা হলো

 

* প্রতিশ্রুতি অনুযায়ী ৩৪০ টাকা রেগার মজুরী দিতে হবে।

 

* প্রথম ক্লাস থেকে বিশ্ব বিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে।

 

* ব্যবসা করার জন্য প্রত্যেক তপশিল বেকার যুবক ও যুবতিদের বিনাশর্তে ৫ লক্ষ টাকা ঋণ দিতে হবে।

 

* ৪. ১০০% রোস্টার অনুযায়ী সমস্ত শূন্য পদে তপশিল বেকার যুবক ও যুবতিদের সরকারি চাকুরী দিতে হবে।

 

* অবিলম্বে কর্মচারীদের সমস্ত বকেয়া DA দিতে হবে।

 

* রাজ্যের প্রত্যেক জেলাতে তপশিল জাতি রোগীদের পরিজন থাকার জন্য হোস্টেল স্থাপন করতে হবে।

 

* নিয়মিত ভাবে বৃদ্ধ ভাতা সহ অন্যান্য সামাজিক ভাতা প্রদান করতে হবে।

 

এদিনের সাংগঠনিক সভায় প্রদেশ সভাপতি আশীষ সাহা ছাড়াও কংগ্রেসের অন্যান্য রাজ্য স্তরের নেতৃবৃন্দের উপস্থিতি লক্ষ্য করা যায়।

Exit mobile version