2024-12-14
agartala,tripura
রাজ্য

শারদ উৎসবে রাজ্যবাসীর জন্য সোনার গহনা কেনাকাটায় ধামাকা নিয়ে এলো স্বর্ণকমল জুয়েলার্স

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-রাজ্যের অন্যতম স্বর্ণশিল্প প্রতিষ্ঠান স্বর্ণকমল জুয়েলার্স। প্রতিবছরের মতো এবারো এই স্বর্ণ প্রতিষ্ঠান শারদ উৎসবে রাজ্যবাসীর জন্য অলংকার কেনাকাটায় নিশ্চিত উপহার ও ছাড়ের ব্যবস্থা করেছে। শনিবার সাংবাদিক সম্মেলনে একথা জানান স্বর্ণকমল জুয়েলার্সের প্রতিষ্ঠাতা গোপাল চন্দ্র নাগ ও ডিরেক্টর দীবাকর নাগ।

এছাড়াও ছিলেন ডিরেক্টর জয় নাগ,ডঃ জুহেলী দেববর্মা, রাজ্যের অন্যতম মেক-আপ শিল্পী বিন্দিয়া দেববর্মা, নিধী ভৌমিক, লীপা হাসান। এদিন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জানান এই শারদ উৎসবে মেগা লাকি ড্রতে ৩০ গ্রাম সোনার গয়না ও প্রতিদিনের লাকি-ড্রতে তিনটি গৃহস্থালির যন্ত্রপাতি,প্রতিটি কেনাকাটায় স্বর্ণমুদ্রা, হীরের গয়নার মজুরীতে ১০০ শতাংশ ছাড়, সোনার গয়নার মজুরীতে ২৫ শতাংশ ছাড়, সাথে প্রতিটি কেনাকাটায় উপহার।

পুরাতন সোনার গয়নার পরিবর্তে নতুন হলমার্ক যুক্ত সোনার গয়না কেনাকাটার সুযোগও থাকছে। স্বর্ণকমলের এই উপহার ও ছাড় আগরতলা ও উদয়পুর দুই শোরুমেই মিলবে।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service