janatar kalam

শান্তিকালী আশ্রমে মন্দির উদ্বোধনকে সামনে রেখে প্রস্তুতি বৈঠক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগামী ২৭ আগস্ট মোহনপুর মহকুমার অন্তর্গত বড়কাঠাল স্থিত শ্রী শ্রী শান্তি কালী আশ্রমের চিত্ত মহারাজের গুরু সিদ্ধেশ্বরী মায়ের মন্দির উদ্বোধনকে সামনে রেখে এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় বিভিন্ন লাইন দপ্তরের আধিকারিকদের নিয়ে।

এই সময় উপস্থিত ছিলেন শ্রী শ্রী শান্তি কালী সেবা আশ্রমের প্রতিষ্ঠাতা চিত্ত মহারাজ,বিদ্যুৎ ও কৃষি মন্ত্রী রতন লাল নাথ,পরিবহন ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী,উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, এডিসির শিক্ষা দপ্তরের কার্যনির্বাহী সদস্য রবীন্দ্র দেববর্মা,আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার,প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা,মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত,এসডিপিও মোহনপুর বিজয় সেন সহ বিভিন্ন লাইন দপ্তরের আধিকারিকরা।

এই বৈঠকে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।এই বৈঠক নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন আগামী ২৭ আগস্ট বড়কাঠাল স্থিত শান্তি কালী আশ্রমের সিদ্ধেশ্বরী মায়ের মন্দির উদ্বোধন হচ্ছে এবং এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ,আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা,রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা সহ বিভিন্ন মন্ত্রী বিধায়করা।

পাশাপাশি তিনি বলেন চিত্ত মহারাজ সম্প্রতি উনার কাজের জন্য পদ্মশ্রী পেলেন এবং উনার এই উদ্যোগকে সার্বিক ভাবে সার্থক করতে সবাই এগিয়ে এসেছেন পাশাপাশি এই বৈঠক নিয়ে বিস্তারিত জানান শান্তি কালী আশ্রমের প্রতিষ্ঠাতা চিত্ত মহারাজ।

Exit mobile version