Site icon janatar kalam

শহীদ ক্ষুদিরাম বসুর ১৩৭তম জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য অর্পণ

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপোষহীন সংগ্রামী, বীর শহীদ ক্ষুদিরাম বসুর ১৩৭তম জন্মদিন আজ যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করল শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটি। সকালে রাজ্য মিউজিয়ামের সামনে ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে কমিটির সদস্যরা উপস্থিত হয়ে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে মহান এই বিপ্লবীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

সকাল ৯টায় আয়োজিত এই অনুষ্ঠানে কমিটির সম্পাদক শ্রী হরকিশোর ভৌমিক ক্ষুদিরাম বসুর জীবন, সংগ্রাম ও ভারতের স্বাধীনতা আন্দোলনে তাঁর অনন্য অবদান স্মরণ করেন। বক্তব্যে তিনি জানান, ক্ষুদিরামের অমর আত্মত্যাগ আজও নতুন প্রজন্মকে দেশপ্রেম ও ন্যায়নিষ্ঠার পথে অনুপ্রাণিত করে যাচ্ছে।

অনুষ্ঠানটি শান্ত, শ্রদ্ধাশীল পরিবেশে সম্পন্ন হয় এবং শহীদ স্মরণে উপস্থিত সকলেই একটি গৌরবময় দিনের সাক্ষী হয়ে রইলেন।

 

Exit mobile version