Site icon janatar kalam

শহরের জলাধার পুনরুজ্জীবনে উদ্যোগী আগরতলা পৌর নিগম, শিববাড়ি পুকুর সংস্কারে ২.৫ কোটি টাকার প্রকল্প

জনতার কলম আগরতলা প্রতিনিধি :- আগরতলা শহরের পরিত্যক্ত জলাশয়গুলোকে পুনরুজ্জীবিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে আগরতলা পৌর নিগম (AMC)। সেই উদ্যোগের অংশ হিসেবে মঙ্গলবার মেয়র দীপক মজুমদার কেন্দ্রীয় রোডের শিববাড়ি এলাকায় চলমান পুকুর সংস্কার কাজ পরিদর্শন করেন।  

মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন পৌর নিগমের কমিশনার ডি. কে. চাকমা, সেন্ট্রাল জোনের চেয়ারপার্সন রত্না দত্ত এবং অন্যান্য শীর্ষ আধিকারিকরা।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার জানান, মুখ্যমন্ত্রী ড. মাণিক সাহার বিশেষ আগ্রহ ও নির্দেশ অনুসারে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তিনি দ্রুত এবং মানসম্মতভাবে কাজ সম্পূর্ণ করার উপর জোর দেন।

শিববাড়ি পুকুর সংস্কারের এই প্রকল্পের আনুমানিক ব্যয় ধরা হয়েছে প্রায় ২.৫ কোটি টাকা। মেয়র জানান, আগরতলা শহরের বিভিন্ন এলাকায় একাধিক জলাশয় পুনর্গঠনের কাজ চলছে, যাতে অবহেলিত পুকুরগুলিকে সুন্দর ও ব্যবহারযোগ্য কমিউনিটি স্পেসে পরিণত করা যায়।

তিনি আরও জানান, সংস্কারের পর শিববাড়ি পুকুরের চারপাশে পাকা পথ, বসার জায়গা এবং সিঁড়ি নির্মাণ করা হবে। পাশাপাশি, পুকুরের জল পরিষ্কার ও পরিশোধন করে স্থানীয় বাসিন্দাদের জন্য তা নিরাপদ ও ব্যবহারযোগ্য করা হবে।

 

 

Exit mobile version