জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শনিবার আগরতলা নাগেরজলা সর্দার পুকুরের সৌন্দর্যায়নের কাজ পরিদর্শনে গেলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এদিন তিনি পরিদর্শন কালে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, শহরের সৌন্দর্যায়ন থেকে শুরু করে, বিভিন্ন নাগরিক পরিষেবার উন্নয়ন এবং নতুন পরিকাঠামো তৈরিতে বহুমুখী পরিকল্পনা নিয়ে কাজ করছে পুর নিগম যা সবটাই সম্ভব হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা মহোদয়ের উদার মানসিকতার ফলে।
তিনি আরো বলেন, আগরতলা শহরের প্রতিটি পুকুরের সৌন্দর্যায়নের কাজ হাতে নিয়েছে পুর নিগম। শহরের অনেকগুলি পুকুরের কাজ চলছে দ্রুত গতিতে।মিলন চক্র মন্ত্রিবাড়ির পুকুরের সৌন্দর্যায়নের কাজ মুখ্যমন্ত্রীর হাত ধরে শুরু হয়েছে। যার খরচ ধরা হয়েছে ১ কোটি 20 লক্ষ টাকা। সেই কাজের অগ্রগতি ক্ষতিয়ে দেখার জন্য আজ পরিদর্শনে যান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ এলাকার কর্পোরেটর সম্পা সরকার।