Site icon janatar kalam

শহরকে যানজট মুক্ত রাখতে আগরতলা পুর নিগমের নয়া উদ্যোগ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শহরকে যানজট মুক্ত রাখতে বাজার এলাকা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ও নির্মল রাখতে রাজ্য সরকার ও পুর নিগম যৌথভাবে খয়েরপুর থেকে আমতলী বাইপাস রাস্তা থেকে নাগিছড়া যাওয়ার পথে ১.২ কিলোমিটার দূরে গড়ে তুলেছে নাগিছড়া ফিশ ট্রানশিপমেন্ট ইয়ার্ড। পুর নিগমের সিদ্ধান্তক্রমে এখন থেকে বটতলা, মহারাজগঞ্জ বাজার সহ প্রতিটি বাজারে বহির রাজ্য থেকে যে সকল বড় লড়ি করে মাছ এনে লোডিং আন লোডিং করা হয় তা আর করা যাবে না। বড় গাড়িগুলিকে রাখতে হবে নাগিছড়া ফিশ ট্রানশিপমেন্ট ইয়ার্ডে। সেখান থেকে ছোট গাড়ি করে বাজারে নিয়ে আসতে হবে মাছ। আগামী ১২ অক্টোবর মুখ্যমন্ত্রীর হাত ধরে যার সূচনা হতে যাচ্ছে। ২০১৭ সাল থেকে শুরু হয়েছিল যার কাজ খরচ পড়েছে সাড়ে তিন কোটি টাকা। সোসাইটি গঠন করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। সোসাইটিতে পুর নিগমের কর্পোরেটর সহ বিভিন্ন আধিকারিকদের রাখা হয়েছে।নাগিছড়া ফিশ ট্রানশিপমেন্ট ইয়ার্ডে ব্যবস্থা করা হয়েছে থাকার খাওয়ার। ব্যবস্থা রয়েছে বাথরুম স্নানাগারের ও । পাশাপাশি ২০ শয্যা বিশিষ্ট ডরমেটরির ব্যবস্থাও করা হয়েছে ড্রাইভারদের থাকার জন্য। ন্যূনতম ভাড়ার মাধ্যমে থাকতে পারবেন তারা। নিরাপত্তা ব্যবস্থার জন্য বসানো হয়েছে সিসিটিভি পাশাপাশি গেইটে ও থাকবে নিরাপত্তা কর্মী। নাগীছড়া স্থিত ফিশ ট্রানশিপমেন্ট ইয়ার্ডে শনিবার এক সাংবাদিক সম্মেলনে মাধ্যমে এই কথাগুলো জানান মেয়র দীপক মজুমদার। এদিন তিনি আরো বলেন, শহরকে যানজট মুক্ত করা এবং বাজার এলাকা গুলি পরিষ্কার পরিচ্ছন্ন ও নির্মল রাখতেই এই ব্যবস্থা চালু করা হচ্ছে। এই ব্যবস্থার ফলে বাজারে জনগণকে অসুবিধায় পড়তে হবে না পাশাপাশি বহি রাজ্য থেকে মাছ নিয়ে আসা ড্রাইভার সহ সহকারীদের ও থাকা এবং খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে নাগিছড়ায়। একসঙ্গে ছটি বড় গাড়ি থেকে মাল লোডিং আনলোডিং করা যাবে সেখানে। পাশাপাশি দশটি বড় গাড়ি ও পার্কিং করে রাখা যাবে। ছোট গাড়ি ২০ থেকে ৩০ টি রাখা যাবে সেই জায়গায়। পরবর্তীতে মহারাজগঞ্জ বাজার সহ অন্যান্য বাজারে বহির রাজ্য থেকে বিভিন্ন সামগ্রী নিয়ে আসা অন্যান্য গাড়িগুলির ব্যাপারেও এরকম চিন্তা ভাবনা রয়েছে নিগমের। এদিনের সাংবাদিক সম্মেলনে মেয়রের পাশাপাশি, পুর কমিশনার ডা: শৈলেশ কুমার যাদব, কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচাৰ্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Exit mobile version