Site icon janatar kalam

শনিবার নয়াদিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী

 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মুখ্যমন্ত্রী মানিক সাহা শনিবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠিত হতে যাওয়া নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন, শুক্রবার একজন কর্মকর্তা জানিয়েছেন। নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হওয়ার পর এটি হবে নীতি আয়োগের প্রথম বৈঠক। তৃতীয়বারের মতো এবং 2024-25 সালের জন্য বাজেট পেশ করা হয়েছে৷ “শনিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া নীতি আয়োগ সভায় যোগ দিতে মুখ্যমন্ত্রী মানিক সাহা শুক্রবার রাজ্য ত্যাগ করতে চলেছেন৷তনি রাজ্যের সামগ্রিক উন্নয়ন সম্পর্কিত বিষয় নিয়ে কথা বলবেন”, মুখ্যমন্ত্রীর কার্যালয়ের এক আধিকারিক জানিয়েছেন। এছাড়াও, সাহা শনিবার থেকে শুরু হওয়া বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের দুদিনের বৈঠকে যোগ দেবেন, তিনি বলেছিলেন সফরকালে তিনি দলীয় নেতাদের সঙ্গেও দেখা করতে পারেন। মুখ্যমন্ত্রী ২৯শে জুলাই রাজ্যে ফিরবেন।

Exit mobile version