Site icon janatar kalam

শক্তিশালী ভূমিকম্পে পেরু কাঁপছে, রিখটার স্কেলে তীব্রতা মাপা হয়েছে ৬. ৯ সুনামির সতর্কতাও জারি করা হয়েছে

জনতার কলম ওয়েবডেস্ক :- পেরুতে শক্তিশালীভূমিকম্প অনুভূত হয়েছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে যে শুক্রবার পেরুর উপকূলে ৬. ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। সংস্থাটি জানিয়েছে যে ভূমিকম্পটি ১০ ​​কিলোমিটার (৬. ২১মাইল) গভীরতায় ছিল।

GFZ এর আগে ভূমিকম্পের মাত্রা ৬.৪ বলে জানিয়েছে। আমাদের। তথ্যের ভিত্তিতে, জাতীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র বলেছে যে ভূমিকম্প থেকে সুনামির ঝুঁকি রয়েছে, যেখানে আগে বলেছিল যে সুনামির কোনও ঝুঁকি নেই।

Exit mobile version