janatar kalam

লোকসভা নির্বাচনের প্রচারে ত্রিপুরায় আসছেন প্রধানমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের দুটি লোকসভা ও রামনগর বিধানসভার উপনির্বাচনের জন্য ভারতীয় জনতা পার্টি তারকা প্রচারকদের নামের তালিকা প্রকাশ করলো। ইতিমধ্যে ভারতের নির্বাচন কমিশনের কাছে এই নামের তালিকা পাঠানো হয়েছে।

তালিকায় রয়েছেন ৪০ জন। এর মধ্যে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং, স্মৃতি ইরানী, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, নিতিন গড়করি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

রয়েছেন অভিনেত্রী হেমা মালিনী, অভিনেতা মিঠুন চক্রবর্তী, প্রাক্তন ক্রিকেটার মনোজ তেওয়ারি, ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, পশ্চিম লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব, সাংসদ রেবতী ত্রিপুরা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সহ অন্যরা।

Exit mobile version