Site icon janatar kalam

লেফটেন্যান্ট কর্নেল পদে ভূষিত হলেন নীরজ চোপড়া

জনতার কলম ওয়েবডেস্ক :- দুইবারের অলিম্পিক পদকজয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়াকে ভারতীয় সেনাবাহিনীতে সম্মানসূচক লেফটেন্যান্ট কর্নেল পদে ভূষিত করা হয়েছে। আজ নয়াদিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয় ‘পিপিং সেরিমনি’। এই অনুষ্ঠানে নীরজ চোপড়ার ইউনিফর্মে নতুন পদমর্যাদার প্রতীক পরিয়ে তাঁকে আনুষ্ঠানিকভাবে লেফটেন্যান্ট কর্নেল পদে উন্নীত করা হয়।

নীরজ চোপড়া ২০১৬ সালের আগস্ট মাসে নাইব সুবেদার পদে জুনিয়র কমিশন্ড অফিসার হিসেবে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। ২০১৮ সালে তিনি অর্জুন পুরস্কার পান এবং ২০২১ সালে ক্রীড়াক্ষেত্রে অসামান্য সাফল্যের জন্য খেল রত্ন সম্মান লাভ করেন। একই বছরে তিনি সুবেদার পদে পদোন্নতি পান।

টোকিও অলিম্পিকে ঐতিহাসিক স্বর্ণপদক জয়ের পর ২০২২ সালে তাঁকে ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ শান্তিকালীন পদক ‘পরম বিশিষ্ট সেবা পদক’-এ ভূষিত করা হয়। সেই বছরই তিনি সুবেদার মেজর পদে উন্নীত হন এবং দেশের চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান ‘পদ্মশ্রী’ পুরস্কার অর্জন করেন।

আজকের এই সম্মানসূচক পদোন্নতি নীরজ চোপড়ার ক্রীড়া জীবন ও জাতীয় অবদানের প্রতি ভারতীয় সেনাবাহিনীর বিশেষ স্বীকৃতি হিসেবে গণ্য করা হচ্ছে।

Exit mobile version