জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীর লেক চৌমুহনী বাজারের পাশে কাটাখালের বাঁধের উপর একাংশ ক্ষুদ্র ব্যবসায়ী বেচা কেনা করে সংসার প্রতিপালন করেন। কিছু কিছু ক্ষেত্রে তারা স্থায়ী নির্মাণ করে ফেলেন। বেশ কয়েকমাস আগে এই ধরণের অবৈধ নির্মাণ ভেঙে দিয়েছিলো আগরতলা পুর নিগম। তার পর ওই অস্থায়ী ক্ষুদ্র বেবসায়ীরা বাঁধের উপরেই আরেক পাশে গিয়ে দোকান খুলেন।
এখন সেই দোকানগুলোও ভেঙে দেওয়া হয়। তাদের স্পষ্ট বলা হয়েছে বাঁধের উপর অবৈধ নির্মাণ না করার জন্যে। উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে অবশ্য পুর নিগমকে কোনো রকম চাপের মুখে গড়তে হয়নি। তা সত্বেও ওই ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। দোকানপাট খুলে নেওয়ার জন্যে সরকারি ভাবে ঘোষণার মাত্র এক দিনের মধ্যেই এই উচ্ছেদ অভিযান চালানো হয় বলে অভিযোগ।
শনিবার সকালে এই উচ্ছেদ অভিযানের পর সেখানে পুলিশ মোতায়ন রাখা হয়েছে যেন কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। এদিকে ক্ষুদ্র ব্যবসায়ীদের বক্তব্য, তারা এখন কোথায় যাবেন, কিভাবে সংসার প্রতিপালন করবেন? এদিকে পুর নিগমের বক্তব্য, কোথাও সরকারি জায়গায় শেড ঘর নির্মাণ করে ব্যবসা করা যাবে না। দাবি উঠছে সংশিষ্ট ব্যবসায়ীদের জন্য পুরনিগম বিকমা ব্যবস্থা করে দিক।