জনতার কলম ওয়েবডেস্ক :- উপ-রাষ্ট্রপতি নির্বাচনে ইন্ডিয়া জোটের প্রার্থী বি. সুদর্শন রেড্ডি মঙ্গলবার সকালে লখনৌ পৌঁছলে এয়ারপোর্টে তাঁর ভব্য সংবর্ধনা দেওয়া হয়। তাঁকে বরণ করে নিতে উপস্থিত ছিলেন কংগ্রেসের প্রদেশ সভাপতি অজয় রায়সহ বিপুল সংখ্যক কংগ্রেস কর্মী।
এয়ারপোর্ট থেকে সোজা তিনি কংগ্রেস দফতরে যান এবং সেখানে মহাত্মা গান্ধী ও প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করেন।
মিডিয়ার সঙ্গে কথা বলার সময় রেড্ডি বলেন— “আমরা সব দলের সমর্থন পাচ্ছি। সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবের সঙ্গেও দেখা করব। সপা-র সব সাংসদ আমাদের পাশে রয়েছেন। শুধু উত্তরপ্রদেশ নয়, অন্যান্য রাজ্যের সাংসদদেরও সমর্থন জোগাড় করার চেষ্টা চালাচ্ছি।”
এর আগে শনিবার এক সাক্ষাৎকারে বি. সুদর্শন রেড্ডি অভিযোগ করেন যে দেশে গণতন্ত্র দুর্বল হয়ে পড়েছে এবং সংবিধানকে চ্যালেঞ্জ করা হচ্ছে। তিনি জানান, সংবিধানের সুরক্ষা ও তাকে শক্তিশালী করার জন্য তিনি সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
পিটিআই-কে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি আরও জানান, কীভাবে তাঁর নাম প্রার্থী হিসেবে সামনে আসে। সংবিধানের প্রস্তাবনায় ‘সমাজবাদী’ ও ‘ধর্মনিরপেক্ষ’ শব্দ নিয়ে চলা বিতর্কে নিজের মতামতও প্রকাশ করেন তিনি। পাশাপাশি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তরফে তাঁকে “নকশালপন্থী সমর্থক” বলা প্রসঙ্গে তিনি জবাব দেন।