Site icon janatar kalam

লক্ষী সায়গল এর ১৪ তম প্রয়াণ দিবস উদযাপন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য কমিটির উদ্যোগে লক্ষী সায়গল এর ১৪ তম প্রয়াণ দিবস উদযাপন করা হয়েছে। বুধবার সংগঠনের রাজ্য কমিটির কার‍্যালয়ে এই উপলক্ষে এক অনুষ্ঠান হয়। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মতাদর্শগত লড়াই তীব্র করুন, এই বার্তাকে সামনে রেখে শপথ গ্রহণ করেন উপস্থিত নারী সমিতির সদস্যারা। উপস্থিত ছিলেন নারী সমিতির রাজ্য সম্পাদিকা রমা দাস সহ অন্যান্ন নেত্রীরা।

অনুষ্ঠান শুরুর আগে উপস্থিত সবাই প্রয়াতা নেত্রীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান। রমা দাস তার বক্তব্যে রাজ্যের আইন শৃঙ্খলা, দ্রব্য মূল্য বৃদ্ধি, জল বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট এই সমস্ত বিভিন্ন সমস্যা নিয়ে রাজ্য সরকারের তীর সমালোচনা করেন। সমস্ত অংশের মহিলাদের প্রতিবাদে এগিয়ে আসার আহ্বান জানান।

Exit mobile version