Site icon janatar kalam

রোহিতের ৫০তম সেঞ্চুরি, কোহলির রেকর্ড — অস্ট্রেলিয়ায় দাপট দেখাল টিম ইন্ডিয়া!

Rohit Sharma of India raises celebrates scoring a hundred with Virat Kohli of India during the 3rd ODI match between Australia and India at Sydney Cricket Ground, Sydney, Australia, on October 25, 2025. Photo: Deepak Malik / CREIMAS for BCCI

জনতার কলম ওয়েবডেস্ক :- সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শনিবার রাতে (২৫ অক্টোবর) ইতিহাস গড়লেন টিম ইন্ডিয়ার দুই কিংবদন্তি ব্যাটার রোহিত শর্মা ও বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে তারা একসঙ্গে গড়ে তুললেন এক অনন্য জুটি, যা ভারতকে বাঁচিয়ে দিল ৩-০ ব্যবধানে সিরিজ হারের লজ্জা থেকে।

রোহিত শর্মা ঝড়ো ব্যাটিংয়ে খেললেন অপরাজিত ১২১ রানের ইনিংস, যা তার আন্তর্জাতিক ক্রিকেটে ৫০তম সেঞ্চুরি। অন্যদিকে, বিরাট কোহলি করলেন অপরাজিত ৭৪ রান, এবং এর সঙ্গে তিনি কুমার সাঙ্গাক্কারাকে টপকে হয়ে গেলেন ওয়ানডে ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।

দু’জনের মধ্যে ২০২০ সালের জানুয়ারির পর এটিই ছিল প্রথম শতরান জুটি — ১৩২ রানের এই পার্টনারশিপে সহজেই ৯ উইকেটে জয় পায় ভারত।

এর আগে, হার্শিত রানা দারুণ বোলিংয়ে (৪ উইকেট ৩৯ রান) অস্ট্রেলিয়াকে মাত্র ২৩৭ রানে অলআউট করে দেন। ওয়াশিংটন সুন্দর (২-৪৪) ও অক্ষর প্যাটেলও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অস্ট্রেলিয়ার পক্ষে একমাত্র উজ্জ্বল ছিলেন ম্যাট রেনশ, যিনি খেলেন ক্যারিয়ারের প্রথম ওয়ানডে হাফসেঞ্চুরি (৫৬)।

চেজে নেমে রোহিত-গিল শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিং করেন। গিল আউট হওয়ার পর কোহলি নামেন এবং শুরু থেকেই নিয়ন্ত্রিত ব্যাটিং করেন অধিনায়কের সঙ্গে। ধীরে ধীরে দু’জনই নিজেদের তাল খুঁজে পান, এবং শেষ পর্যন্ত ৩৮.৩ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

এই জয়ের মাধ্যমে ভারত অস্ট্রেলিয়ার সিরিজ হোয়াইটওয়াশ রুখে দিল, আর রোহিত-কোহলি আবারও প্রমাণ করলেন কেন তারা আধুনিক ক্রিকেটের সেরা জুটিগুলির একটি।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া – ২৩৬ (৪৬.৪ ওভার): ম্যাট রেনশ ৫৬, মিচেল মার্শ ৪১; হার্শিত রানা ৪/৩৯, সুন্দর ২/৪৪।

ভারত – ২৩৭/১ (৩৮.৩ ওভার): রোহিত শর্মা ১২১*, বিরাট কোহলি ৭৪*।

ফলাফল: ভারত ৯ উইকেটে জয়ী।

Exit mobile version