জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রধান মন্ত্রী সামাজিক উত্থান এবং রোজগার আধারিত জন কল্যানের সূচনা ( PM সুরাজ) একটি জাতীয় পোর্টালের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বঞ্চিত গোষ্ঠীর সুবিধাভোগীদের মধ্যে কর্মসংস্থান, ব্যবসার জন্য ১ লক্ষ টাকার ঋন বিতরণ, ভেন্ডার কেপিটেল ফান্ড, নমস্তে প্রকল্পের সুবিধাভোগীদের ক্ষমতায়ন, নতুন ব্যবসার সুযোগে উৎসাহিত করা।
PPE কিট এবং নমস্তে আয়ুস্মান স্বাস্থ্য কার্ড বিতরনের সূচনা করেছে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্স এর মাধ্যমে। মুক্ত ধারা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, মন্ত্রী সুধাংশু দাস, মন্ত্রী শান্তনা চাকমা সহ আরো অনেকে।