জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আবারো গুপন সূত্রে খবরের ভিত্তিতে ২ জন বাংলাদেশী মহিলাকে আটক করা হয়েছে আগরতলা রেল স্টেশন থেকে। তারা অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে। তারা ট্রেনে করে বহীরাজ্যে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশনে আসে আগরতলার জি আর পি, আর পি এফ এবং বি এস এফ যৌথভাবে অভিযান চালিয়ে বাংলাদেশিদের আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসায় তারা বলে দিল্লী যাবে মহিলা অফিসার এর সাহায্যে তাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় আগরতলা জিআরপি থানায়। এই মামলার সঙ্গে আরো অনেকে গ্রেফতার হতে পারে বলে অনুমান করা হচ্ছে। ধৃতরা হলো নীলুফা বেগম বয়স ৩৪। বাড়ি বাংলাদেশের সরিয়তপুর। অপরজনের নাম জিয়াসমিন, বয়স ৩০। তার বাড়িও একই জায়গা সরিয়তপুরেই। মঙ্গলবার ধৃতদের আদালতে তোলা হয়৷