জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রেলপথকে ব্যবহার করে নেশাসামগ্রী পাচারের চেষ্টা অব্যাহত নেশা কারবারিদের। আগরতলা রেল স্টেশনে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ ফেন্সিডিল ও গাঁজা। আগরতলা জিআরপি থানার ওসি জানান আগরতলা জিআরপি থানায় গোপন সংবাদ আসে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসে করে নেশা সামগ্রী নিয়ে আসা হচ্ছে রাজ্যে।
এই সংবাদের উপর ভিত্তি করে জিআরপি থানার পুলিশ আগরতলা রেল স্টেশনে ওত পেতে বসে। কিন্তু পুলিশ কোন কিছু উদ্ধার করতে পারে নি। পরবর্তী সময় পুলিশ রাতের বেলায় ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসের উপর নজরদারি চালায়।
পরবর্তী সময় বৃহস্পতিবার আগরতলা জিআরপি থানার পুলিশ ও রেল পুলিশ ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসে তল্লাশি অভিযান চালায়। এই তল্লাসি অভিযানে উদ্ধার হয় ২৯০ বোতল ফেন্সিডিল ও ৯ কেজি শুকনো গাঁজা। ওসি তাপস দাস জানান একটি মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। এগুলির মালিক কে বা কারা তা জানার চেষ্টা করছে পুলিস।