janatar kalam

“রিপস্যাট ত্রিপুরার গর্ব” রিপস্যাটে ফ্যাকাল্টির সঙ্কট দূর করতে স্বাস্থ্য সচিবকে মুখ্যমন্ত্রীর নির্দেশ 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিকে প্রধানমন্ত্রী অষ্টলক্ষ্মী নামে সম্বোধন করে থাকেন। প্রধানমন্ত্রীর মার্গ দর্শনে উত্তর পূর্বাঞ্চল সহ ত্রিপুরা রাজ্যের উন্নয়নে বর্তমান রাজ্য সরকার কাজ করছে। দেশের প্রধানমন্ত্রী সর্বদা বলে থাকেন উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন না হলে ভারতের উন্নয়ন হবে না। আগে উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে বড় সমস্যা ছিল উগ্রবাদী।

বর্তমানে উগ্রবাদী সমস্যা অনেকটা হ্রাস পেয়েছে। মঙ্গলবার বহু উগ্রবাদী হিংসার রাস্তা ত্যাগ করে জীবনের মূল স্রোতে ফিরে এসেছে।বুধবার “বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান ও রিপস্যাটের নবনির্মিত গার্লস হোস্টেলের আনুষ্ঠানিক উদ্বোধন করে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

এদিন আগরতলা রিপস্যাট প্রাঙ্গনে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে “বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরন গিত্তে,জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরা। এদিন মুখ্যমন্ত্রী আগরতলাস্থিত রিপস্যাট প্রাঙ্গনে রিপস্যাটের নবনির্মিত গার্লস হোস্টেলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এদিন অনুষ্ঠানের সুচনা করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন রিপস্যাটে অনেক গুলি কোর্স চালু রয়েছে। উত্তর-পূর্বাঞ্চল সহ বিভিন্ন রাজ্য থেকে ছেলে মেয়েরা বর্তমানে রিপস্যাটে ভর্তি হচ্ছে।

রিপস্যাটে ফ্যাকাল্টির কিছুটা সঙ্কট রয়েছে। এই বিষয়ে স্বাস্থ্য সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন রিপস্যাট ত্রিপুরার গর্ব। রিপস্যাটে উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের ছেলে মেয়েরা পড়ালেখা করতে আসে।

 

 

Exit mobile version