Site icon janatar kalam

রাহুল গান্ধীর মন্তব্যের প্রতিবাদে রাজ্যেও গণঅবস্থান বিজেপি তপশিলি মোর্চার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- SC সংরক্ষণ নিয়ে বিদেশে গিয়ে কংগ্রেস নেতা তথা সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মন্তব্যের প্রতিবাদে রাজ্যেও গণঅবস্থান বিজেপি তপশিলি মোর্চার। সারা দেশের সঙ্গে রবিবার সংগঠনের উদ্যোগে আগরতলায় হয় কর্মসূচী। রবিবার রাজধানীর কৃষ্ণনগরস্থিত প্রদেশ বিজেপির কার্যালয়ের সামনে দেড় ঘণ্টা গনঅবস্থান সংগঠিত করা হয়।

গন অবস্থানের উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় নেতৃত্ব অরুন হালদার, রাজ্য সভাপতি অরবিন্দ দাস সহ অন্যরা। কর্মসূচীতে প্রচুর সংখ্যায় কর্মী সমর্থক অংশ নেন।স্ংগঠনের নেতৃত্ব জানান সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে প্রতিটি প্রদেশের কার্যালয়ের সামনে গনঅবস্থান সংগঠিত করা হয়েছে।

কারন রাহুল গান্ধী বিদেশে গিয়ে বলেছেন কংগ্রেস ক্ষমতায় ফিরলে সংরক্ষণ প্রথা তুলে দেওয়া হবে।এর প্রতিবাদ জানিয়ে এই কর্মসূচী। সর্বভারতীয় নেতৃত্ব বলেন, রাহুল গান্ধীর মন্তব্য সমাজের জন্য চিন্তার বিষয়। মানুষকে জাগ্রত করার জন্যই গণ অবস্থান।

Exit mobile version