Site icon janatar kalam

রাহুল গান্ধীর অভিযোগ: বিহারে ভোট চুরি করছে বিজেপি ও নির্বাচন কমিশন

জনতার কলম ওয়েবডেস্ক :- লোকসভা বিরোধী দলনেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিহারে তাঁর ভোট অধিকার যাত্রা চলাকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি বলেন, “আমরা জানি, বিহারে নির্বাচন চুরি করার চেষ্টা চলছে। এজন্যই আমরা এখানে ভোট অধিকার যাত্রা শুরু করেছি, যাতে এই মানুষগুলো এবং নির্বাচন কমিশন জানুক, বিহারের মানুষ বুদ্ধিমান, সতর্ক এবং বিজেপি ও নির্বাচন কমিশনকে একটিও ভোট চুরি করতে দেবেন না।”

রাহুল গান্ধী আরও বলেন, “বিহারের গরিবদের ভোট চুরি করা হচ্ছে কারণ তারা তোমাদের কণ্ঠস্বর দমন করতে চায়। আমি এই মঞ্চ থেকে বলতে চাই, তারা কখনোই তোমাদের কণ্ঠস্বর দমন করতে পারবে না। আমরা তোমাদের সঙ্গে আছি।”

তিনি দাবি করেন, বিহারে ৬৫ লাখ মানুষের নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলা হয়েছে, যাদের অধিকাংশই গরিব ও সামাজিকভাবে পিছিয়ে পড়া সম্প্রদায়ের।

রাহুল গান্ধী বলেন, “আমরা বিজেপি ও নির্বাচন কমিশনকে ভোট চুরি করতে দেখেছি। তারা মহারাষ্ট্র, হরিয়ানা ও কর্ণাটকে ভোট চুরি করেছে। এখন তারা বিহারে আবার তা করতে চায়, যা আমরা হতে দেব না।” আগামী ছয় মাসে তিনি আরও প্রমাণ উপস্থাপন করবেন বলে জানান রাহুল গান্ধী।

Exit mobile version