রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ এনে সরব স্থানীয় লোকজন
janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ এনে সরব স্থানীয় লোকজন। সুশাসনের রাজ্যে প্রায়শই দুর্নীতির অভিযোগ উঠে আসে সরকারি কাজে। রাস্তা কিংবা সরকারি অন্য কোন কাজে দুর্নীতির অভিযোগ উঠে আসে বিভিন্ন জায়গা থেকে। ফের দুর্নীতির অভিযোগ। এবার ঘটনা রাজধানী লাগোয়া এলাকায়। জানা গেছে রাজধানীর চন্দ্রপুর বলদাখাল এলাকায় চলছে রাস্তা সংস্কারের কাজ।
অভিযোগ মঙ্গলবার রাতের আঁধারে ঠিকেদার রাস্তায় পিচ ঢালাইয়ের কাজ করেন। বুধবার সকালে বলদাখাল ব্রিজ সংলগ্ন এলাকার লোকজন ঘুম থেকে উঠে তা দেখতে পান। এলাকার লোকজনের অভিযোগ রাতের আঁধারে রাস্তার কাজে দুর্নীতির আশ্রয় নেওয়া নেওয়া হয়েছে। রাস্তা থেকে উঠে যাচ্ছে বিটুমিন। ফলে ক্ষুব্ধ স্থানীয় লোকজন। তাদের আরও অভিযোগ ঠিকেদারকে ফোন করা হলেও রিসিভ করেন নি। ক্ষুব্ধ এলাকাবাসী দাবি জানান, স্বচ্ছতা বজায় রেখে দ্রুত রাস্তার কাজ করার।