Site icon janatar kalam

রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের বলি ভারতীয় পড়োয়ারা

জনতার কলম ওয়েবডেস্ক :- রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের রোষ এবার পড়লো ভারতীয় পড়ুয়াদের উপর। বলা চলে ভারত হলো রাশিয়ার ভালো বন্ধু সে কারণেই হয়তোবা দিন দিন ভারতীয় পড়ুয়াদের উপর ইউক্রেনবাসীর ক্ষোভ বাড়ছে। নিজের দেশে ফিরে যাও ইউক্রেনবাসীদের কাছ থেকে প্রতিদিনই এ কথা শুনতে হচ্ছে ভারতীয় পড়ুয়াদের। জানা গিয়েছে, পড়াশোনা শেষ করতে অনেক ভারতীয় পড়ুয়ায় যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে ফিরে যেতে বাধ্য হয়েছেন। এক ভারতীয় পড়ুয়া এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আমাদের দেশ ছেড়ে চলে যেতে বলেছেন স্থানীয়রা। তাছাড়া ইউক্রেনের কয়েকটি দোকানেও কিছু কিনতে দেওয়া হচ্ছে না ভারতীয়দের, তাদের সঙ্গে দিন দিন দুর্ব্যবহার করছে স্থানীয়রা। পাশাপাশি জল সরবরাহ ও বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। এরূপ অবস্থায় আমরা কিভাবে বাঁচব? গভীর আতঙ্কে রয়েছি। তার পাশাপাশি দেশে আমাদের পরিবারও ভয়ে দিন কাটাচ্ছে আমাদের চিন্তায়।

Exit mobile version