জনতার কলম ওয়েবডেস্ক :-পশ্চিম আগরতলা থানার পুলিশের সফল অভিযানে রামনগরের রোড নং ১০ এলাকায় শুভঙ্কর কুণ্ডুর বাড়ি থেকে চুরি যাওয়া একটি ব্রোঞ্জের মূর্তি উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে এই চুরির ঘটনায় যুক্ত চার অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পশ্চিম আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি রবিবার সংবাদমাধ্যমকে জানান, কয়েক দিন আগে রামনগর এলাকার বাসিন্দা বাদল চক্রবর্তী তাঁর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে বলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং একে একে চারজনকে গ্রেপ্তার করে।
ওসি জানান, আদালতের নির্দেশে দুই অভিযুক্তকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদেই উঠে আসে চুরি যাওয়া ব্রোঞ্জের মূর্তির হদিস। পরে পুলিশ রামনগরের শুভঙ্কর কুণ্ডুর বাড়িতে অভিযান চালিয়ে সেই মূর্তি এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করে।
গ্রেপ্তার দুই প্রধান অভিযুক্তের নাম দেবাশিস সরকার ও অমৃত রায়, দু’জনেই আরালিয়া এলাকার বাসিন্দা।
ওসি আরও জানান, এই চুরির ঘটনায় আরও কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত চলছে, এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, তবে পুলিশের তৎপরতায় স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন।