Site icon janatar kalam

রাবার চাষের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ গ্রাম গড়ে তোলাই টিআরপিসির মূল লক্ষ্য : পাতাল 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিজেপি নেতা এবং ত্রিপুরা পুনর্বাসন প্ল্যান্টেশন কর্পোরেশনের (টিআরপিসি) চেয়ারপার্সন পাতাল কন্যা জামাতিয়া নিজেকে আবার সক্রিয় করেছেন এবং রাজ্যে রাবার এবং আগর চাষকে জনপ্রিয় করার জন্য সেমিনারের আয়োজন করছেন৷ তিনি ধলাই, উত্তর, দক্ষিণ এবং পশ্চিম হিসাবে চিহ্নিত রাজ্যের চারটি রাবার জোনে চারটি সেমিনারের আয়োজন করবেন।

সেমিনারে তিনি বলেন, রাবার চাষের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ গ্রাম গড়ে তোলাই টিআরপিসির মূল লক্ষ্য। তিনি বলেন, যারা জমি বরাদ্দ পেয়েছেন তারা রাবার চাষের উপকারিতা সম্পর্কে জানেন না। রাবার চাষের মাধ্যমে দরিদ্র মানুষের স্বাবলম্বী হওয়ার ভালো সম্ভাবনা রয়েছে। তিনি রাবার চাষের উপকারিতা সম্পর্কে মানুষকে সচেতন করার উদ্যোগ নিয়েছেন।

পাতাল কন্যা বলেন, টিআরপিসির চেয়ারপার্সন হওয়ার পর থেকে তার একমাত্র লক্ষ্য পাহাড়ি এলাকায় বসবাসকারী দরিদ্র মানুষদের রাবার চাষের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ করে তোলা। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তা দ্বারা অনুপ্রাণিত হয়ে কাজটি হাতে নিয়েছেন এবং ইতিমধ্যে অনেক কিছু অর্জন করেছেন।

Exit mobile version