জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীতে চোরের উৎপাত বেড়ে চলেছে। একের পর এক চুরির ঘটনায় উদ্বিগ্ন সচেতন মহল। চোরেরা শুধু বাড়ি ঘর, দোকানপাট নয়, খোদ দেবদেবীর মন্দিরেও থাবা বসাচ্ছে। ফের এমন চুরির ঘটনা ঘটলো।
বৃহস্পতিবার রাতে চোরের দল হানা দেয় রাজধানীর জিবি কুমারী টিলা এলাকায় একটি কালী মন্দিরে। শুক্রবার সকালে ঘটনাটি নজরে আসে লোকজনের। মন্দিরের দায়িত্বে থাকা এক মহিলা জানান, তিনি এসে দেখেন মন্দিরের চারিদিকের তালা ভাঙ্গা।
ক্যাশ বাক্স, ট্র্যাঙ্ক ভেঙে ফেলেছে চোরেরা। তিনি জানান, নগদ অর্থ, কাপড়, জিনিস পত্র নিয়ে যায় চোরেরা। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠছে এলাকায় রাতে পুলিস নজর দারি থাকার পরেও কি করে চুরির ঘটনা সংঘটিত হচ্ছে?