Site icon janatar kalam

রাতের আঁধারে সাংবাদিকদের উপরে আক্রমণের ঘটনার নিন্দা জানালো আমরা বাঙালী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীতে রাতের আঁধারে সাংবাদিকদের উপরে আক্রমণের ঘটনার নিন্দা জানালো আমরা বাঙালী। দলের তরফে দাবি জানানো হয় অভিযুক্তদের শাস্তির। বুধবার আমরা বাঙালীর তরফে দলীয় অফিসে সাংবাদিক সম্মেলন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক সহ অন্যরা।

এদিন নেতৃত্ব অভিযোগ করেন এন আই টি আগরতলা দুর্গা পূজার সময়ে একদিনের ছুটি ঘোষণা করেছে। তাও দশমীর দিনে। এর প্রতিবাদ জানায় আমরা বাঙালী। এটা রাজ্যের ইতিহাসে প্রথম। কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত প্রত্যাহার না করলে আমরা বাঙালী আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

এনআইটি কর্তৃপক্ষ ও রাজ্য সরকারের কাছে তাদের দাবী শুধু দুর্গোৎসবই নয়, লক্ষ্মী পূজা, কালীপূজা, সরস্বতী পূজার মতো বাঙালীদের যত জাতীয় উৎসব তথা ধর্মীয় উৎসব অনুষ্ঠান রয়েছে অতীতের ন্যায় সংশ্লিষ্ট দিনগুলিতে সরকারী ছুটি চালু রাখতে হবে, যাতে বাঙালীরা স্ব-স্ব ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশ নিতে পারে।

পাশাপাশি দুইদিন আগে মঠ চৌমুহনীতে সাংবাদিকদের উপরে আক্রমণের ঘটনার প্রতিবাদ জানিয়ে দোষীদের শাস্তির দাবি জানান নেতৃত্ব।

Exit mobile version