Site icon janatar kalam

রাতের আঁধারে দুষ্কৃতিকারীদ্বারা লাগানো আগুনে ভস্মীভূত গোটা বাড়ি!

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার তেলিয়ামুড়া থানাধীন চালিতা বাড়ী এলাকাতে রাতের আঁধারে দুষ্কৃতি কারীদের লাগানো আগুনে ভস্মীভূত গোটা বাড়ি! স্বাভাবিক ভাবে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছে এলাকা জুড়ে! সংবাদ মাধ্যমের সামনে এই অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে বাড়ির মালিক সুরজিৎ চৌধুরী জানান,

যে মঙ্গলবার রাত আনুমানিক দেড়টা থেকে দুইটা নাগাদ একদল দুষ্কৃতিকারী সম্পূর্ন পরিকল্পনা করে তাদের বাড়িতে পেট্রোল ঢেলে দিয়ে আগুন লাগিয়ে দেয়। যদিও গৃহকর্তার দাবি, উদ্দেশ্য ছিল এই বাড়িতে যারা যারা ছিলেন তাদেরকে জীবন্ত পুড়িয়ে মেরে বাড়ির সব কিছু লুট করা। পাশাপাশি অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে নিজ বক্তব্যের মধ্যে সুরজিৎবাবু দাবি করেছেন।

যারা আগুন লাগিয়েছে তাদের মধ্যে দুইজন’কে সম্পূর্ণভাবে সনাক্ত করতে পেরেছেন এবং পরবর্তী সময়ে পুলিশের কাছে নাম দিয়ে অভিযোগ দায়ের করবেন। পাশাপাশি তিনি আরো জানিয়েছেন, শত্রুতার কারণে আগেও তাদের সাথে এরকম হয়েছে, বাড়ির সদস্যদের উপর মারধোরের ঘটনাও ঘটেছে। এখন দেখার বিষয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত কাজ কতটুকু এগিয়ে নিয়ে যেতে পারে।

Exit mobile version