জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ক্রমাগত বাড়ছে অপরাধের ঘটনা। চোরের উৎপাতে অতিষ্ঠ আমজনতা। চোরের হাত থেকে রেহাই পাচ্ছে না দেবদেবীর মন্দিরও। এবার এক বাড়ির মন্দির থেকে স্বর্ণালঙ্কার নিয়ে গেল চোরের দল। ঘটনা রাজধানীর প্রতাপগড়স্থিত বসাক পাড়ায়। এলাকার বাসিন্দা ভোলা বনিকের বাড়িতে থাকা কালি মন্দিরে শনিবার রাতে থাবা বসায় চোরের দল।
বাড়ির মালিক ভোলা বণিক জানান প্রতিদিনের মতো রবিবার ভোরে ঘুম থেকে উঠে দেখতে পান মন্দিরের সবকিছু এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। কালী মূর্তিতে থাকা স্বর্ণালঙ্কার নেই। মায়ের মন্দিরে থাকা দান বাক্স সহ সকল বাসনপত্র নিয়ে গেছে চোরেরা।
২০১৭ সালেও অনুরূপ ভাবে একবার চুরির ঘটনা ঘটেছে বলে বাড়ির মালিক জানান। চুরির বিষয়ে পুলিশকে অবগত করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার তদন্তে নেমেছে। মন্দিরে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।