Site icon janatar kalam

ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে শুধুমাত্র প্রয়োজন আধারের- মুখ্যমন্ত্রী

জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- শনিবার আগরতলার নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে মুখ্যমন্ত্রীর স্বর নির্ভর যোজনা মেগা 2020 অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে স্বনির্ভর হওয়ার ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে প্রযোজ্য ট্রেড লাইসেন্স নেয়ার ক্ষেত্রে যে সমস্যা দেখা যেত সেই সমস্যা সমাধান দিয়ে তিনি জানান ট্রেড লাইসেন্স নেওয়ার ক্ষেত্রে বিগত দিনে মালিকানার দলিল ও পর্চা লাগতো কিন্তু এখন এসব আর কিছুই লাগছে না শুধুমাত্র আধার কার্ড দিয়েই যুবক-যুবতীরা নিতে পারছে নিজেদের ব্যবসা ক্ষেত্রে প্রযোজ্য ট্রেড লাইসেন্স। তাছাড়া যারা সরকারের বিভিন্ন নির্দেশিকাকে কলুষিত করার চেষ্টা করছে শুধুমাত্র করোনা কারণে চুপ করে বসে আছেন না হলে সবার পানি বের করে দিত বলে মন্তব্য করেন তিনি।

Exit mobile version